ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা উপসর্গে অন্তত ৭৭ জনের মৃত্যু হলো।
মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের আলী বকস্-এর ছেলে জামসেদ আলী (৫৮), তালা উপজেলার নোয়াকাটি গ্রামের নয়েজ আলী সরদারের ছেলে আলাউদ্দিন সরদার (৫৬) ও তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার জবেদ আলীর ছেলে রুহুল আমিন (৬০)।
শনিবার সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ৮ আগস্ট রাতে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন আলাউদ্দীন সরদার ও ১৫ আগস্ট বিকেলে এই হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন জামসেদ আলী। এরপর ২০ আগস্ট সকালে ওই হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন রুহুল আমিন। সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল থেকে রাত সাড়ে ১১টার মধ্যে তারা তিনজনই মারা যান।
ভর্তির পর তাদের নমুনা সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।
ডা. মানস কুমার মণ্ডল আরও জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই স্থানীয় প্রশাসন পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করেছে।