ধূমকেতু প্রতিবেদক, পাবনা : বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদ্ধোধনী হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তত্ত্বাবধায়নে জাতীয় জাদুঘর ও পৃষ্ঠপোষাকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক’র এর আয়োজন এই উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত সহকারি পুলিশ সুপার শরীফ ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিনসহ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ।
বক্তারা বলেন, নতুন প্রজন্ম কাছে বেশি বেশি বিজ্ঞানের প্রযুক্তি শেখাতে হবে, তাহলে বিশ্বের কাছে মাথা তুলে দারানো সম্ভাব, তাই সরকার প্রযুক্তি খাতে ব্যপক বিনিয়োগ করছেন। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আরো মনোয়োগ দিতে হবে বলে জানান বক্তারা।