ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় ১১ (এগার) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিলসহ সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-২।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দেড় টার দিকে পাবনা জেলার সদর থানাধীন নলদহ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার সুজানগর থানাধীন ভবানীপুর এলাকার মৃত হোসেন আলী খানের ছেলে (সাবেক ইউপি চেয়ারম্যান) টুটুল খান (৪৫), মৃত সুদেব কর্মকারের ছেলে স্বপন কর্মকার (৩৯), দেবেন্দ্রনাথ কর্মকারের ছেলে দিলীপ কুমার কর্মকার (৪৪), আতাইকুলা থানাধীন পাটুয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে আব্দুস সাত্তার (৫৯) ও ভারাদপুর এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে রইছ উদ্দিন খান (৫২)।
র্যাব-১২, সিপিসি-২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর দেড় টার দিকে একটি দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার পাবনা থানাধীন নলদহ সাকিনস্থ জনৈক আব্দুর রশিদ (৬২), পিতা মৃত ইয়াছিন মোল্লা এর বসতবাড়ীর দক্ষিণ পার্শের পাবনা হতে সুজানগরগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। এসময় ১১ (এগার) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিলসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের কাছে থাকা ৬টি মোবাইল, ৮টি সিম, নগদ ১,২৫,৩০০/- (এক লক্ষ পচিশ হাজার তিনশত) টাকা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।