ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৩০ মে) সুজানগর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইউসুব মোল্লা ও জেলা বিএনপি নেতা আলহাজ্ব এবিএম তৌফিক হাসান।
অন্যদের মাঝে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অধ্যাপক সামছুর রহমান শামস, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন হাজারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী।
এসময় উপস্থিত ছিলেন, কৃষকদল নেতা আলাউদ্দিন, আব্দুল মালেক, যুবদল নেতা রাজা, রবি, সুজানগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রইচ উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব আব্দুল মজিদ প্রমুখ।
সভায় সুজানগর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।