ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, আজ দুপুর ১টার দিকে নওগাঁ জেলার পোরশা থেকে রাজশাহীগামী একটি পিকআপ এর সাথে নাচোল উপজেলার নাচোল-আমনুরা সড়কের বটতলা লক্ষিপুরে মাটির হাঁড়িপাতিল বোঝাই একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক রাকিব হোসেন(৫৫)’র ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত ভ্যানচালক বটতলা ডাকাত পুকুর গ্রামের হেরাস মন্ডলের ছেলে বলে স্থানীয়রা শনাক্ত করেছে।
তিনি আরও জানান, পিকআপটি স্থানীয়রা আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের দল নিহতের লাশ উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এব্যাপারে নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে।