ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নি কান্ডের ঘটনায় অনেক প্রাণহানী হয়েছে তাই মানুষকে আরও সচেতন করতে অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুন) পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে পত্নীতলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহযোগিতায় এ কর্মশালা ও মহড়ার অনুষ্ঠিত হয়।
পত্নীতলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ রায়হানুল ইসলামের নেতৃত্বে জনসচেতনতায় এ মহড়ায় পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থী সহ ফায়ার সার্ভিসের সদস্যরা ও সাধারণ জনগণ উপস্থিতি ছিলেন।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষকে দ্রুত অগ্নি নির্বাপণের নানা কৌশল প্রদর্শনীর মাধ্যমে শিখিয়ে দেন এবং সচেতন হওয়ার পরামর্শ দেন।