ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুন) বেলা ১১ টায় অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে।
পরে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে রুমে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাসসহ আরো অনেকে।