ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে আইনগত তথ্য ও সেবা ডেস্ক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ তথ্য সেবা ডেস্ক উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ নুর ইসলাম ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,জেলা লিগ্যাল এইড অফিসার সামিউল ইসলাম,রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল-(পিপি)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবি এ্যাড.আরাফাত হোসেন মুন, কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ খানসহ অন্যান্যরা।
এসময় জেলা ও দায়রা জজ নুর ইসলাম তার বক্তব্য বলেন তথ্যও সেবা নিতে সাধারণ মানুষ যেন কোন হয়রানি না হয়, এজন্যই এ ডেস্ক উদ্বোধন করা হলো।