ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নওগাঁ জেলা পরিষদ সদস্য হলেন ফারুক মিঞা। ফারুক মিঞা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই মেয়াদে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন কর্তৃক জেলা পরিষদের নির্বাচনের তপশীল ঘোষণা করলে তিনি পোরশা উপজেলা এলাকার সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমাদেন।
১৮ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন তার পদে আর কোন প্রার্থী না থাকায় জেলা প্রশাসকের সভা কক্ষে মনোয়ন পত্র যাচাই-বাছাই শেষে পোরশা উপজেলা এলাকায় একমাত্র প্রার্থী হিসাবে তার মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব খালিদ মেহেদী হাসান পিএএ। এতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণার অপেক্ষায় রয়েছেন বলে জানাগেছে।
মোবাইল ফোনে এক প্রতিক্রিয়ায় ফারুক মিঞা জানান, দীর্ঘদিন তিনি ও তার পরিবার আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। তার বড় ভাই আব্দুছ ছবুর একজন শিক্ষক তিনি এক সময় যুবলীগের সভাপতি ছিলেন বলে তিনি জানান। তিনি বর্তমানে দ্বিতীয় বারের মতো ২নং তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই পদটি তার প্রাপ্য ছিল বলে তিনি মনে করছেন। তিনি জেলা পরিষদের সদস্য পদের দায়িত্ব পালন কালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিক নির্দেশনায় এলাকায় উন্নয়নে কাজ করে যাবেন বলে তিনি জানান। তবে তিনি স্থানীয় নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর নওগাঁ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তপশীল ঘোষণা করা হয়েছে।