ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উদযাপন করা হয়। শনিবার সকাল ১০ টার দিকে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় উপস্থিত ছিলেন, বিশ^বিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিনের প্রথম পর্বের কর্মসূচি হিসেবে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল এবং ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক আশরাফুল ইসলাম মহোদয়।
এছাড়া মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিশেষ বাণী সকলের অবগতির জন্য প্রচার, দেশের সুখ শান্তি ও সমৃদ্বি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতির জন্য বিশেষ দোয়ার আয়োজন, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ক্যাম্পোসে আলোকসজ্জা করার পাশাপাশি ফ্যাকাল্টি এবং অফিসার্স মেসে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ ও সশস্ত্র বাহিনীর অবদান শিরোনামে একটি অনলাইন রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।