ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সুজানগর উপজেলায় গড়িব অসাহায় ও এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য কামরুজ্জামান উজ্জ্বল।
তিনি বুধবার (১১ জানুয়ারী) পাবনা সুজানগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিয়নের ধর্মিয় বেশ কিছু প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সুজানগর পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক কল্লোল, সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক, সুজানগর পৌর আওয়ামী লীগের শেখ মিলন।
আরও উপস্থিত ছিলেন, ভায়না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সুজানগর উপজেলা যুবলীগ নেতা জুয়েল রানা, সুজানগর পৌর যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সুজানগর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ তুষার আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ সহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কামরুজ্জামান উজ্জ্বল পাবনা সুজানগর উপজেলা নাজিরগঙ্জ ইউনিয়নের মালফিয়া গ্রামের শহিদ মাষ্টারের ছেলে। তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান, তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সকল দলীয় কাজ নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে আসছে। তা ছারা তিনি ছাত্র জীবন থেকেই তিনি এলাকায় গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।
স্থানীয়রা বলেন, কামরুজ্জামান উজ্জ্বল আগামী জাতীয় নির্বাচনে সুজানগর ও বেড়া আংশিক ৬৯/২ পাবনা থেকে মনোনয়ন পাইলে বিপুল ভোটে নির্বাচিত হবে।
কামরুজ্জামান উজ্জ্বলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বঙ্গবন্দুর সৌনিক আমী আমার জন্য কিছু চাই না। দেশের জন্য কাজ করতে চাই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয়, আমি পাবনা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হব।