ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : চলতি অর্থবছরের রবি মওসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় নওগাঁর মহাদেবপুর উপজেলার তিন হাজার ৭৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো, গম, ভুট্টা, সরিষা, পিঁয়াজ, মুগডাল, খোসারী, মসুর, সূর্যমুখী, চীনা বাদাম, মরিচ ও টমেটোর বীজ এবং ডিএপি-পলাশ সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা কৃষকলীগের সভাপতি অমিত ব্যানার্জীসহ ৩৭৩০ জন কৃষক।