ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন প্রায় হারিয়ে যেতে বসেছে। এক সময় সন্ধার আগেই হারিকেনের চিকনি পরিস্কার না করে সন্ধার পর পরই পড়তে বসতে না পারলে বকুনিও খেতো হতো পরিবারের প্রধানদের কাছে।
বর্তমানে উপজেলার গ্রাম বাংলার দু’একটি ঘরে ঘরে হারিকেন দেখা গেলেও জ্বলতে দেখা যায় না। ঘরের কোনায় দেয়ালে জুলিয়ে রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসেবে। ঘরে ঘরে বিদ্যুতের আলোও আজ বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন। এক সময় গ্রামের মানুষের অন্যতম ভরসা ছিল হারিকেনের পাশাপাশি লেম্পু বাতিও। আর তখনকার ধনাট্য ব্যাক্তিদের ঘরে হারিকেনের পাশাপাশি থাকতো হ্যাঁজাক বাতিও।
উপজেলার গ্রামাপঙ্গাসী গ্রামের প্রবীণ ব্যাক্তি আবুল কাসেমের সাথে কথা হলে তিনি জানান, আজ থেকে প্রায় ৩০ বছর আগে হারিকেন, লেম্পু বাতি, বোমা বাতি সহ হ্যাঁজাক বাতি দিয়ে গ্রামাঞ্জলে রাতে বিয়ে-সাদি, যাত্রা গান, পালাগান, মঞ্চ নাটক, ওয়াজ মাহফিল সহ বাড়িতে করা হতো মিলাদ মাহফিলও। বয়স্কদের রাতের বেলা পড়ানো হতো এই হারিকেন জ্বালিয়েও। এই হারিকেন ও হরেক রকমের লেম্পু বাতি জ্বালানোর জন্য কাঁচের বোতলের গলায় দড়ি বেধে হা-বাজার থেকে কেরোশিন তেল ভরে রেখে দেওয়া হতো ঘরের এক কোনায়।
উপজেলার তেঘরি গ্রামের প্রবীণ এক গৃহীনি জানান, আমাদের সময় প্রাণের স্বামী হাট-বাজার থেকে ফিরতে একটু দেরি হলেই হারিকেন জ্বালিয়ে রাস্তায় দাড়িয়ে থাকতেন বলে জানান তিনি। আবার ডাক পিয়নরা চিঠির বোঝা পিঠে নিয়ে গ্রামের পর গ্রাম ছুটে চলতো এই হারিকেন জ্বালিয়েই। আধুনিকতার ছোঁয়ায় ঘরে ঘরে বিদ্যুৎ ও সৌর বিদ্যুতের কাছে গ্রাম বাংলার সেই ঐতিহ্য হারিকেন এখন প্রায় বিলুপ্তির পথে। উপজেলার গ্রামাঞ্চলে এখনোও দু-একটি বাড়ির ঘরের কোনায় বা দেয়ালে ঝুলিয়ে থাকতে দেখা গেলেও দেখা যায় না ব্যবহার করতে। বর্তমানে গ্রামাঞ্জলে হারিকেন যেমন খুঁজে পাওয়া কঠিন তেমনি বিদ্যুৎ নেই এমন গ্রামাঞ্জলও খুঁজে পাওয়াও কঠিন।