ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর ময়েন উদ্দিন সরকার (৬০) নামের এক মানসিক প্রতিবন্ধির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা ১০ টার দিকে বাড়ি সংলগ্ন নদীতে তিনি গোসল করতে যান। নদীতে নেমে তিনি পানিতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুজি করে তার সন্ধান করতে না পারায় স্থানীয় ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা রাজশাহী থেকে ডুবুরী দল নিয়ে আসেন। দিনভর ডুবুরীদল চেষ্টা করেও তার কোন সন্ধান করতে পারিনি। পরে শনিবার সকালে নদীতে তার লাশ ভেসে উঠলে গ্রামের লোকজন উদ্ধার করে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদেরই হেফাজতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।