ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ শেষে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, কসবা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাফসান আহম্মেদ বকুল, পৌর মৎস্যজীবি লীগের সভাপতি এ্যাডভকেট মোস্তাফিজুর রহমান বুলেট ও সাধারণ সম্পাদক খোকন আলী প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে দোয়া-মোনাজাত করা হয়।