ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ৭৪জন অসহায় ও দু:স্থদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জিআর প্রকল্পের আওতায় ১১০ ব্যান্ডিল টিন এবং প্রতি ব্যান্ডিলের সাথে নগদ তিন হাজার টাকা করে বিতরণ করা হয়।
নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিন এবং নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এসএম রবিন শীষ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহকারী কমিশনার (ভূমি) হাফিজার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান প্রমুখ।