ধূমকেতু প্রতিবেদক : নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পিপরুল মধ্য পাড়া গ্রামের দিনমজুর আলমাস স্ত্রী সন্তান বিধবা মা সহ ৬ সদস্যের পরিবার নিয়ে দারিদ্র্যের সাথে যুদ্ধ করে দিন পার করছে।
পরিবারে তারই একমাত্র যতসামান্য উপার্জন থেকে সংসার চালানোসহ নিজের লিভারের চিকিৎসা, বয়স্ক মায়ের চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ চালিয়ে অষ্ঠাগত অবস্থার পরিবর্তন আনার উদ্দীপনা ও কর্মদক্ষতা বিবেচনা করে আত্মকর্মসংস্থানমূলক ‘রূপান্তর’ প্রজেক্টের আওতায় ব্যাটারি চালিত ভ্যান গাড়ি প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন সেভিয়র ফাউন্ডেশন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে অস্বচ্ছল আলমাসের হাতে নতুন চার্জার ভ্যান গাড়ির চাবি হস্তান্তর করা হয়। সংগঠনের সভাপতি সরকার শাহিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।
বিশেষ অতিথি ছিলেন, এ্যাড. মাহামুদুর রহমান রুমন ও এ্যাড. ইমতিয়ার মাসরুর আল-আমিন।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সাম্য রহমান ও সমন্বয়ক স্মৃতিকমল মৌ’র সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রাকিব, তুহিন উদ্দিন, শাহীন জেরিন।
আরও উপস্থিত ছিলেন, জান্নাতুল ফেরদৌস রুপু, আনিসা তাহসিন, বশির আহমেদ, আমিনুল ইসলাম, তুজাম্মেল হক, আশরাফুল, শীর্ষ, আরাফাতুল ইসলাম অংকুর প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/