ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জনসাধারণের ব্যবহার্য উন্মুক্ত জলাশয় বামনদহ বিল অবৈধ দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী। মহিষবাথান বামনদহ গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুরে ওই বিলের পাড়ে এ মাননবন্ধন করে।
গ্রামবাসীরা জানান, মহিষবাথান গ্রামের মৃত গোলাপ শেখের ছেলে বাবলু শেখ, মৃত মোতালেব মিয়ার ছেলে আব্দুস সালাম টিক্কা, নিতাই কুন্ডু ও ফজলু নামের চারজন ব্যক্তি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে ১৪ একরের খাস এ বিলটি অবৈধভাবে দখল করে মাছ চাষ করে আসছে। এতে একদিকে যেমন সুবিধাবঞ্চিত হচ্ছে গ্রামবাসী, তেমনি অন্যদিকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
গ্রামবাসীরা আরও জানান, বাপ দাদার আমল থেকে তারা সেচের কাজে, গরু-ছাগল গোসল করানো ও নিজেদের গোসলের কাজে এ বিলের পানি ব্যবহার করতেন। এছাড়াও উন্মুক্ত এ জলাশয় থেকে মাছ শিকার করে গ্রামের শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করতেন। ওই প্রভাবশালী মহল বিলটি অবৈধভাবে দখল করে নেয়ায় তারা সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে তারা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
বিলটি অবৈধ দখলমুক্ত করার দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিষবাথান বামনদহ গ্রামের ষাটোর্ধ মজির উদ্দীন, রেণু বেগম, জমিলা বিবি, এমদাদুল হক, মঞ্জুরুল আলম, আফজাল হোসেন, মোজাহারুল ইসলাম প্রমুখ।
বিলটিতে তারা কীভাবে মাছ চাষ করছেন এ বিষয়ে জানতে চাইলে, লীজ না নিয়েই কয়েকজন গ্রামবাসীর সহায়তায় মাছ চাষের কথা স্বীকার করে আব্দুস সালাম টিক্কা বলেন, আমি অংশীদার হলেও এ বিষয়ে সবকিছু বলতে পারবেন অন্যান্য অংশীদাররা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ বলেন, বিষয়টি আমার জানা নেই, এ বিষয়ে কেউ কোন অভিযোগও করেননি। খোঁজ খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/