ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলা থেকে মাদকসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার রাত ৯টার দিকে বদলগাছী থানার মিঠাপুর ইউনিয়নের গন্ধবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চকবিলা গ্রামের মৃত ইব্রাহিম আলী সরদারের ছেলে মাহাবুবুল আলম (৩০) এবং পশ্চিম মাতাপুর গ্রামের মৃত আমিনুর রহমান সরকারের ছেলে লিটন হোসেন (৩০)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার গন্ধবপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। এসময় ৮৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৮ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৩৭ বোতল ফেন্সিডিল এবং ১৪০ বোতল বুপ্রেনোরফিন ইঞ্জেকশন সহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হিলি ও পাঁচবিবি সীমান্ত এলাকা হতে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় আক্কেলপুর-বদলগাছী এলাকার যুবসমাজের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।