ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনব কায়দায় পোস্ট অফিসের মাধ্যমে বিদেশে ইয়াবা পাচারকারীর একটি চক্রের চার সদস্যকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।
এই চক্রটি জিপিওর কুরিয়ার সার্ভিস ব্যবহার করে কাপড়ের পার্সেলের ভেতরে করে অভিনব কায়দায় লুকিয়ে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচার করত।
সর্বশেষ গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই হাজার ৪০০ পিস ইয়াবার একটি চালান পাঠিয়েছে এ চক্রটি। ৬ ডিসেম্বর এই চক্রের সঙ্গে জড়িত মো. নাহিদ পারভেজ (৩৭), মিজানুর রহমান জুয়েল (৩৮), মো. এনামুল হোসেন খান রাহাত (৪০) ও মো. রাজিব হালদারকে (২৮) আটক করে তাদের দেয়া তথ্যানুযারী গুলিস্তান জিপিও অফিস থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পার্সেল করা তিন কেজি ৩৩৪ গ্রামের একটি প্যাকেট আটক করা হয়।
এতে জিন্স প্যান্টের ভেতরে ভিন্ন কায়দায় রাখা ছিল ইয়াবা। ইয়াবার চালানটি যুক্তরাষ্ট্রের ওরিন মেহজাবীন নামে একজনের ঠিকানায় বুকিং করা ছিল।
খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী বলেন, গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে থানায় একটি তথ্য আসে কিছু লোক মাদক বিক্রি করছে।
সেই তথ্যানুযায়ী, রামপুরার বনশ্রী জে ব্লকের ৭নং রোডে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করি এবং তার দেয়া তথ্যানুযায়ী আরও তিনজনকে আটক করা হয়।
পরে তাদের কাছে একটি কুরিয়ার সার্ভিসের রশিদ পাওয়া যায়, কক্সবাজার থেকে এটি তাদের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, চারজনের দেয়া তথ্যানুযায়ী, আমি ৭ ডিসেম্বর জিপিওতে গিয়ে পার্সেলটা বের করি, এটি এয়ারপোর্টে পাঠানোর জন্য প্রসেসিং করা হয়েছিল।