ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী পাকিস্থানী হানাদার ও রাজাকার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির পক্ষ থেকে কুমারখালী রেলস্টেশন সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর কুমারখালী পৌরসভা, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মহিলা পরিষদ, নাগরিক পরিষদ ও কুমারখালী প্রজন্ম-৭১ এর আয়োজনে সকাল ১১ টায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়াম প্রাঙ্গনে জাতীয় সংগীতের তালেতালে জাতীয় ও মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলন করে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের শ্রদ্ধাভরে স্মরণে এক মিনিট নিরাবতা পালন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুদ্ধাকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন সহ প্রমূখ।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন, অধ্যাপক মনিরা হোসেন মেরী।