ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পত্নীতলায় ঘোষনগর এলাকা থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগমকে আটক করেছে র্যাব-৫।
জানা যায়, শনিবার (১৩ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল পত্নীতলা থানাধীন ঘোষনগর এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ ঘোষনগর গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭০) মৃত মোজাফফর মিয়ার মেয়ে মনোয়ারা বেগম (৫০) কে আটক করেছে। এঘটনায় একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বকুল হোসেন (৪৪) ও আবু সাঈদ (৩৫) পলাতক রয়েছে।
সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মোহাম্মদ আলী ও মনোয়ারা‘র বসত বাড়ি তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা উভয়ে দীর্ঘ দিন থেকে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বসত বাড়িতে মজুদ রেখে আসামী বকুল ও সাঈদ এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছে মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews