ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান সরকারের গৃহিত সামাজিক বেস্টনীর বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় নাচোল থানা পরিদর্শন করেন। দুপুর ২টায় উপজেলাপরিষদ ভবনের নীচতলায় সর্বজনিন পেনশন স্কীম’র বুথ উদ্বোধন, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাচোলের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনার বীজ ও সার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক একেএম গালিভ খান, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, সহকারী কমিশনার সবুজ হাসান সরকার, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম।
বিকাল সাড়ে ৩টায় ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সরকারের গৃহিত সর্বজনিন পেনশন স্কীম সম্পর্কে জনসাধারণের সাথে মতবিনিময় করেন। বিকেল সাড়ে ৩টায় নাচোল সদর ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ আয়োজিত সর্বজনিন পেনশন স্কীম বিষয়ে এক মতনিমিয়সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তীক মানুষের ভাগ উন্নয়নের কথা চিন্তা করে সর্বজনিন পেনশন স্কীম চালু করেছেন। এটি সরকারের শতভাগ নিরাপদ ও এ স্কীম মানুষের বৃদ্ধ বয়সে পাশে থাকার নিশ্চয়তা বিধান করবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews