ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলা শৈলগাছী ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে শৈলগাছী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, শৈলগাছী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কহিনুর আকতার।
এ বছর বাজেটে সম্ভাব্য রাজস্ব বাজেট ধরা হয়েছে ৩৭ লাখ ৪৬ হাজার ০১ শত ৩০ টাকা, এবং উন্নয়ন বাজেট ৮৬ লাখ ১২ হাজার ১ শত ৭৭ টাকা, সর্বমোট ১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ০৩ শত ০৭ টাকা।
এ ছাড়া রাজস্ব বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ০৩ লাখ ১২ হাজার ১ শত ৭৭ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবিগণ।
আরও উপস্থিত ছিলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মুনিরুজ্জামান, ইউনিয়ন সমাজ সেবা কর্মকতা শফিকুল ইসলাম, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা ডা. ওয়াহেদ।
এছাড়াও ইউপি সদস্য, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew