ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : চলতি বোরো ধান কাটা শেষে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের কৃযকের বিভিন্ন ধান খেতে শুরু হয়েছে ছেলেদের ফুটবল খেলা। বিকেল হলেই শুরু হয়ে যায় উপজেলার বিভিন্ন পাড়ায় পাড়ায় মাইক ভাড়া করে চলে সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলা। আর রাত হলেই চলে ধুমধাম করে মোড়ক পোলাও রান্না। এ যেনো গ্রামের শিক্ষার্থীদের এক অন্যরকম আনন্দ।
প্রতিবার খেলার সময় বিবাহিত-অবিবাহিত, এ পাড়া ও পাড়া, এ ক্লাব ও ক্লাব নামে ভাগ করে খেলতে দেখা যায়, উপজেলার গ্রাম পাঙ্গাসী, মীরের দেউলমূরা, নিজামগাতি, ব্রাহ্মণবাড়িয়া, হাট কান্দা, শ্রীদাসগাতী, ডাঙ্গারপাড়া ও জেলা সদর বহুলী, আলমপুর, কালিদাসগাতী, রতনী, ইসলামপুর এবং দেউজি গ্রামগুলোতে।
এসব খেলার মাঠের বেশ কয়েকজন দর্শক শারির সাথে কথা হলে তারা বলেন, এখন ধান কাটা শেষ, কোনো কামগাছ নেই, তাই বসে বসে উপভোগ করছেন এই মনোমুগ্ধকর ফুটবল খেলা।
উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক ওমর আলী, জেলা সদর বাগডুমুর আলিম মাদ্রাসার শিক্ষক আব্দুল করিম মন্টুর সাথে কথা হলে তারা বলেন, আমরা যখন ছোট ছিলাম, সে সময় আমরাও এভাবে মাঠে ফুটবল খেলতাম। ছোট কালের সেই স্মৃতি আজও ভুলবার নয়। তবে নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বাঁচাতে এ ধরনের খেলা মাঝেমধ্যেই আয়োজন করা প্রয়োজন বলে করেন সচেতন মহল।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew