ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : ঢাকার আশুলিয়া থানার সামনে গত সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিজয় মিছিলে পুলিশের গুলিতে ও পরে আগুনে পুড়িয়ে মারা স্কুলছাত্র আস-সাবুরের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১১ আগস্ট) সকাল ৯ টায় মহাদেবপুর ডাকবাংলো মাঠে ২য় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত আস-সাবুর (১৫) আশুলিয়া জামগড়া শাখার শাহীন স্কুলের ১০ম শ্রেণির ছাত্র এবং মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকার এনাব নাজেজ ও রাহেন জান্নাত ফেরদৌসী দম্পত্তির ছোট ছেলে এবং মরহুম আলহাজ্ব গিয়াস চৌধুরীর নাতি।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতের বাবা গার্মেন্টেসে চাকুরির সুবাদে আশুলিয়ার জামগড়া এলাকায় পরিবারসহ ছোট ছেলেকে নিয়ে বসবাস করতেন। বড় ছেলে রিজওয়ান চাকুরীর সুবাদে স্ত্রীসহ বগুড়ায় বসবাস করেন। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় সাবুর। পরে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে আনন্দ মিছিল বের হলে সেখানেও যোগ দেয় সে। মিছিলটি এক সময় আশুলিয়া থানার সামনে গেলে পুলিশ এলোপাথারী গুলি চালায়। সে সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলে একের পর এক আহতদের পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পুলিশ। এতে জীবন্ত প্রায় ১৫-২০ জন ছাত্র-জনতা পুড়ে অঙ্গার হয়ে যায়।
নিহত স্কুল ছাত্রের মা রাহেন জান্নাত ফেরদৌসী কান্না জড়িত কন্ঠে বলেন, সন্ধ্যার পরও ছেলে সাবুর বাড়িতে ফিরে না আসলে ফোন করে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি। পরদিন আমার ছেলের সিমকার্ড দিয়ে আশুলিয়া থানা থেকে ফোন করে জানানো হয় ছেলের অগ্নিদগ্ধ লাশ সেখানে আছে। খবর পেয়ে তারা আত্মীয় স্বজনের সহায়তায় লাশ উদ্ধার করে সেনাসদস্যের উপস্থিতিতে জামগড়ায় ১ম জানাজা শেষে বুধবার ভোরে গ্রামের বাড়ি মহাদেবপুরে তার লাশ নিয়ে আসে। পরে বুধবার সকাল ৯ টায় মহাদেবপুর ডাকবাংলো মাঠে ২য় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। দরিদ্র পরিবারে জন্ম নেয়া আস-সাবুর জীবনে কোন পরীক্ষায় ২য় হয়নি। আগামী বছর সে এসএসসি পরীক্ষা দিত।
তার বড় ভাই রিজওয়ান জানান, আগুনে তার সারা শরীর অঙ্গার হয়ে গেলেও লাশের স্তুপের নিচে থাকায় মাথার দিকে ও মোবাইলের সিমের অংশটুকু পুড়ে না যাওয়ায় ওই নম্বর ও মাথার অংশ দেখে লাশ শণাক্ত হয়। এমন ঠান্ডা মাথার খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তার বাবা-মাসহ পরিবারের লোকজন। মেধাবী স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew