ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার বিরুদ্ধে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, ওসি (তদন্ত) হুমায়ন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী নূর-ই-আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, টিকরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
“জাতির পিতার সম্মান, রুখবো মোরা অম্রান” শ্লোগানকে সামনে রেখে সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা হয় না। বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা রক্ষা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী তথা বাঙ্গালী জাতি হিসাবে আমার আপনার প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
বক্তারা আরো বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, যারা এ অপকর্মটি করেছে তাদের এমন শাস্তি দেওয়া হোক, যেন আর কেউ ভবিষ্যতে এরকম অপকর্ম করার সাহস না পায়। বঙ্গবন্ধুর বাংলাদেশে বাস করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার ধৃষ্টতা আর না দেখায়।