ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৪ উপলক্ষ্যে গ্রামীণ নারীরা তাদের বৈচিত্র্যময় উৎপাতি খাদ্য প্রদর্শন করেন একই সাথে নিরাপদ ও পছন্দনীয় খাদ্য উৎপাদনে গ্রামীণ নারীর অবদান শীর্ষক আলোচনা ও মতবিনিময় হয়। গ্রামীণ নারী তাদের অবদানের স্বীকৃতি এবং রাষ্ট্রীয়ভাবে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানান।
আজ মঙ্গলবার ( ১৫ অক্টোবর ২০২৪) রাজশাহীর পবা উপজেলার কাড়িগড় পাড়ার পুষ্টি সমৃদ্ধ মডেল শতবাড়ির নারীরা তাঁদের উৎপাদিত খাদ্য বৈচিত্র্য প্রদর্শন করেন। অন্যদিকে তানোর উপজেলার সিন্দুকাই গ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের বৈচিত্র্যময় খাদ্য প্রদর্শন করেন। গ্রামীণ নারী দিবসের আলোচনা সভায় প্রধান হিসিবে সভাপতিত্ব করেন বিভাগীয় জয়ীতা নারী মোছা: রহিমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন জয়ীতা নারী মনিরা খাতুন, সফর ভার্মী কম্পোস্ট উৎপাদনকারী ও নারী উদ্যোক্তা বিলকিস বেগম। আলেচানা সভায় নারীরা বলেন- গ্রামীণ নারীরা খাদ্য উৎপাদন, বীজ সংরক্ষণে বিশেষভাবে অবদান রাখে । কিন্তু গস্খামীণ নারীর এই অবদানগুলো গুরুত্ব দেয়া হয়না রাষ্ট্রীয় পর্যায়ে। একজন পুরুষ কৃষক যেভাবে সুযোগ সুবিধা পায় সেভাবে একজন নারী কৃষক সুযোগ সুবিধা পায়না।
আলেচানা সভায় বারসিকের গবেষক মো: শহিদুল ইসলাম বলেন- দেশের খাদ্য উৎপাদনে নারীর যে অবদান তা সঠিকভাবে মূল্যায়ন করা হয়না। নারীরা একটি পরিবারের জন্য বাড়িতে এবং এবং আশাপাশসহ সবজি উৎপাদনসহ কৃষিতে বীজ সংরক্ষণ এবং সুরক্ষায় বিশেষ অবদান রাখে। গ্রামীণ নারীর এই সফলতার দিকগুলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।
উল্লেখ্য যে প্রতি বছরের ন্যায় এ বছরেও আন্তর্জাতিক গস্খামীণ নারী দিবস পালিত হচ্ছে। বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় গ্রামীণ নারীর গুরুত্বপূর্ণ স্বীকৃতিস্বরুপ এই বছরের প্রতিপাদ্য বিষয় করেছে- “সকলের জন্য ভালো খাদ্য উৎপাদনে গ্রামীণ নারী” (Rural Women Cultivating Good Food for All). গ্রামীণ নারীর প্রয়োজনীয় কাজের স্বীকৃতি দিয়ে, এই দিনটি বৈশি^ক খাদ্য ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য পদক্ষেপ নেওয়ার আহবান জানায়। গ্রামীণ নারীদের বৈচিত্র্যময় এবং স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন এবং বিতরণে ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew