ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : ‘বীরের জাতি, বীরের বেশে এগিয়ে যেতে হবে’ নওগাঁর পত্নীতলায় মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, কাজী আখতার হোসেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার নজিপুর প্রসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ প্রমুখ।
সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে শহীদ মিনারে পুস্প মাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন, বিজয় দিবসের আলোচনা সভা, মুক্তি যোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।