ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে করেছে বিজিবি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার বাংঙ্গাবাড়ি সীমান্তের কেতাব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওই ভারতীয় নাগরিক নাজিরউদ্দিন কার্তিক (২৫) ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছিরউদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে ১৬ বিজিবির (নওগাঁ ব্যাটেলিয়ান) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯ টার দিকে ১৬ বিজিবির বাঙ্গাবাড়ী বিওপির সদস্যরা রাতে টহল দেওয়ার সময় তাকে কিতাব বাজার এলাকায় তাকে দেখতে পায়। এসময় তার কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। আটকের সময় বিজিবি তার কাছ থেকে কিছু বাংলাদেশী ও ভারতীয় মুদ্রা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ১৬, বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) অধিনায়ক লে:কর্নেল সাদেকুর রহমান জানান, আটক ভারতীয় নাগরিককে পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/