ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। পরে উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ দেশ গড়তে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) ছিব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আবদুল মমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার আবু ঈসা আরাফাত ইমাম, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, কৃষি অফিসার সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সঞ্চালক স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রমুখ।
পরে বিকেল ৩ টায় শিল্পকলা একাডেমীতে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একই দিন সন্ধ্যায় ধামইরহাট থানা ভবনে বিজয় দিবস উপলক্ষে কেক কাটেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন।
এসময় উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, সেকেন্ড অফিসার এস.আই সামসুল আলম, এস.আই যথাক্রমে আলমগীর হোসেন, সবুজ মিয়া. মানিক মিয়া. নুরুল ইসলাম, এ.এস আই রেজুয়ান হোসেন, আমিনুর রহমান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।