ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সরকারি সম্পত্তি দখলে সহায়তার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু।
শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে তার বক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ডা. টিপু বলেন, বিলমান্দাতে বিপুল পরিমাণ সরকারি খাস সম্পত্তি রয়েছে। ভূমি অফিসের মাধ্যমে ডিসিআর গ্রহণ করে অনেকে চাষাবাদ করেছেন। অনেকের নামে রয়েছে কবুলিয়ত রেজিষ্ট্রি। দখলকৃত এসব সম্পত্তির অনেক ডিসিআর ও দলিল ভ‚য়া বলে এলাকায় বির্তক আছে। এনিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলা চলছে।
ডা. টিপু বলেন, এই বিলে সরকারি সম্পত্তির পাশাপশি আছে ব্যক্তিমালিকানার সম্পত্তি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় ক্যাডাররা বিতর্কিত দলিল ও ডিসিআরের অজুহাতে ব্যক্তিমালিকানার সম্পত্তিও দখল করে নেয়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর চলতি বোরো মৌসুমে এলাকার অসহায় লোকজন বিলে ধান চাষ করতে গেলে আওয়ামী ক্যাডার ও তাদের দোসররা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ডা. টিপু আরও বলেন, ‘আমি রাজনীতি করি। এ কারণে অনেক ভুক্তভোগী লোকজন আমার কাছে আসলে তাদের আইনের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছি। আমার জানা মতে ভূমি অফিস ও থানা পুলিশ শান্তিপূর্ণভাবে বিষয়টি নিরসনের চেষ্টা করছেন। এর পরও দখলদার বাহিনী আমাকে ইন্ধনদাতা উল্লেখ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে করে আমার সামাজিক ও রাজনৈতিক মান ক্ষুন্ন হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, সদস্য নুর বক্স মণ্ডল, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন ও আব্দুল কাদের, সাবেক নারী ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক এমদাদুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew