ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পতœীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমানকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালজ করেছেন কলেজের এক কলেজের সহকারী অধ্যাপক বাচ্চু। এ ঘটনায় সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কথা কপনের কল রেকর্ডে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চুকে বলতে শোনা যাচ্ছে, আপনার কপাল ও ভাগ্য ভালো আপনি আমার কলেজে আসছেন আমার খোঁজ করেছেন আবার হুমকি দিয়ে গেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাডার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার আমার নাম নজরুল ইসলাম বাচ্চু। আমি কিন্তু ওই রাজপথের লড়াকু সৈনিক। এরশাদ আন্দোলনে আমি অগ্রণী ভূমিকার একজন মানে সেইরকম ক্যাডার ছিলাম আমি। আপনি জানেন আমার তারেক রহমানের সাথে কি সম্পর্ক জানেন। আমি থাকলে আপনার চেহারা ফাটফাট করে দিতাম। যাবো নাকি আপনার অফিসে।
এ বিষয়ে পতœীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিরেক্টর মহোদয়ের নির্দেশে গত ২৯শে জানুয়ারী (বুধবার) চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজে আমি ল্যাব দেখতে গেয়েছিলাম। তারপরে ল্যাবের রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। ল্যাব দেখে আসার পরে ওই কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চু আমাকে ফোন করে হুমকি দেয়। এর আগেও আমাকে হুমকি দিয়েছে। আজকে ফোন দিয়ে আমাকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এই শেষ বয়সে এসে আমাকে এইভাবে কেউ অপমাণ করলো এটা দুঃখজনক। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানাবো।
শিক্ষা কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চু বলেন, আমি বলি ভাই আমি বলি গত বুধবার তিনি আমার কলেজে গেছে। সে দিন আমি অসুস্থ ছিলাম তাই কলেজে যাইনি। আমার কলিকদের তিনি বলেছে বাচ্চু কোথায় আমি তার চেহারাটা দেখতাম আমি বগুড়ার ছেলে। ২ ফেব্রæয়ারী (রোববার) আমি কলেজে গিয়ে এ সব শুণে আমার মাথাটা গরম হয়ে গেলো। আমি তাঁকে ফোন দিয়ে ছালাম প্রদান করে বলেছি ৫ আগষ্টের পর এখনো আপনার এমন আচরণ চলবে। আপনি তারেক রহমানে নাম নিয়েছেন আপনার সাথে তারেক রহমানের কি সম্পর্ক বলে প্রশ্ন করলে তিনি বলেন, না না উনি বগুড়ার কথা বলেছেতো তাই আমিও বলেছি আমিও তারেক রহমানের সৈনিক।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews