ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সামাজিক নিরাপত্তা বিষয়ে কর্মশালা ও উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদারকরণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে সমাজসেবা দপ্তরের বিভিন্ন কর্মসূচির বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোকপাত করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, সহকারী পরিচালক গাউছুল আজম, ওসি আবদুল মমিন, সঞ্চালক ও স্বাগত বক্তা সমাজসেবা অফিসার সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নুরুজ্জামান, ফজলুর রহমান, দেখাবো আলোর পথে সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, পল্লী সমাজসেবা কার্যক্রমের গ্রাম কমিটির সভাপতি-সম্পাদক ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর থেকে ৩ দিন ব্যাপী উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদারকরণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।