ধূমকেতু প্রতিবেদক : নওগাঁয় ১০৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার দুপুর ১ টার দিকে নওগাঁ জেলার মান্দা থানাধীন ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন তালুক শাকতি এলাকার মকছুদার রহমানের ছেলে মহুবার (৩২) ও ভোটমারী এলাকার আফতাব উদ্দিনের ছেলে হাফিজুল রহমান (৪০)।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা থানাধীন ফতেপুরস্থ মেসার্স হাজী ফিলিং ষ্টেশন এর সামনে চেকপোষ্ট বসিয়ে ১০৭ কেজি গাঁজাসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমানিক ৪২ লক্ষ ৮০ হাজার টাকা। এসময় তাদের কাছে থাকা ০২ টি মোবাইল ফোন, ০৩ টি সীমকার্ড, ০২ টি পানির ট্যাংক, ০১ টি ট্রাক ও ০৫ পিচ পাইপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের রিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকতৃ মাদক ব্যবসায়ীরা লালমনিরহাটের সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে পিকআপ যোগে পানির ট্যাংকের ভিতরে করে নিয়ে যাচ্ছিল। নওগাঁ জেলার মান্দা থানাধীন ফতেপুরস্থ মেসার্স হাজী ফিলিং ষ্টেশন এর সামনে র্যাবের চেকপোষ্টে তাদের গ্রেপ্তার করা হয়।