ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে নদী থেকে অর্ধ লক্ষ টাকার তিনটি অবৈধ সুতিজাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। রাণীনগর ক্যাম্পের সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে সোমবার রাতে প্রায় ২ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান,দেশীয় মাছ এবং জলজ প্রাণী রক্ষায় প্রায় প্রতিদিনই নদী-বিলে নিষিদ্ধ সুতি ও চায়না দুয়ারী রিং জাল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। দিনে অভিযান পরিচালনা করে ফিরে আসলে রাতে আবারো একদল অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত অনুমান ৯টা নাগাদ গোপন সংবাদে জানতে পারেন উপজেলার মিরাট ১নং,২নং ও ৩নং স্লুইস গেটে নিষিদ্ধ সুতি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে,এমন খবরে রাণীনগর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দলকে সাথে নিয়ে সেখানে গিয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেন। এসময় স্লুইস গেট থেকে তিনটি সুতি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এছাড়া তিনটি স্লুইস গেটে পানি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।


 
                                                            
 
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        