ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । গত কয়েকদিন থেকে চলমান শৈত্য প্রবাহ কারণে উপজেলা জুড়ে নেমে এসেছে উত্তর পশ্চিমের কনকনে হিমেল হাওয়া।
দিনের মধ্যভাগে কুয়াশা কিছুটা কেটে গেলেও ২ দিন থেকে বিকেলে কুয়াশার ভারে অন্ধকারে রূপ নিচ্ছে প্রকৃতি। শীতের তীব্রতা বাড়ার কারণে ভোগান্তি বেড়েছে বয়স্ক ও শিশুদের। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল, হতদরিদ্র ও খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষের।
খড়কুটো জ্বালিয়ে কোনো রকমে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এদিকে তীব্র শীত ও ঠান্ডার কারণে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগী বেশি দেখা যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।