ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর মহাদেবপুরে মুজিববর্ষ উপলক্ষে জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক সভায় প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণ করা দরকার। ৭১ এর পর যুদ্ধ বিধস্ত দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান শুরু করেছিল পরবর্তীতে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন, সরকারের পাশাপাশি যেসব পরিবেশ বাদী সংগঠন কাজ করছে তাদের সাধুবাদ জানিয়ে বলেন কোন কাজ একদিনে সম্ভব হয়না আপনারা প্রচেষ্টা চালিয়ে যান এক দিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই এই প্রতিষ্ঠান গুলো সহায়তা পাবে।
শুক্রবার মহাদেবপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন, বনবিভাগ ও বিবিসিএফ এর আয়োজনে নির্বাহী অফিসার, মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার, বগুড়া সামাজিক বনাঞ্চলে বন সংরক্ষক সানাউল্যা পাটওয়ারী, যশোর সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি ও এনিম্যাল হাজবেন্ড্রী বিভাগের প্রফেসর ড. জালাল উদ্দীন সরদার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নব পপি, বিবিসিএফ’র সভাপতি ড. এস এম ইকবাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহাদেবপুরের সহকারী কমিশনার ভূমি আসমা খাতুন।
এর আগে উপ-মন্ত্রী মহোদয়কে মহাদেবপুর উপজেলায় স্বাগত জানানো হয়। পরে তিনি মধুবনে প্রাণ ও প্রাকৃতি সংগঠনের আয়োজনে পাখি অভয়াশ্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির সভাপতি ইউনুছার রহমান হেফজুল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রাণ ও প্রকৃতির সভাপতি কাজি নাজমুল, জীববৈচিত্র সংরক্ষণ কমিটি পত্নীতলা সভাপতি সুমন কুমার, আলীদেওনা পাখিকলোনীর নির্মল বর্মন, পাখি গবেষক মনসুর রহমানসহ বিভিন্ন জীববৈচিত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক, সামজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধিজনরা প্রমূখ।