IMG-LOGO

শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে দুই লাখ তিরাশি হাজার টাকাসহ ০২ জুয়ারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে দুই লাখ তিরাশি হাজার টাকাসহ ০২ জুয়ারি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জে অভিযান চালিয়ে দুই জন শীর্ষ জুয়ারিকে গ্রেপ্তারি করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দত্তকুশা বুড়িবাড়ী (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দত্তকুশা বুড়িবাড়ী এলাকার দরাব আলীর ছেলে মিলন মাহমুদ (২৩) ও জাহিদুল ইসলামের ছেলে শাহ আলম (১৭)।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাবের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দত্তকুশা বুড়িবাড়ী (পশ্চিমপাড়া) গ্রামস্থ আসামী মিলন মাহামুদের নিজ বসত বাড়ীতে অভিযান চালিয়ে ০২ জন শীর্ষ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে জুয়ার লেনদেনের কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নিজস্ব মোবাইল ডিভাইসের মাধ্যমে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে বেআইনীভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে অবৈধভাবে জুয়া পরিচালনা করিয়া অনৈতিকভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তারা নিষিদ্ধ 9wickets.live facebook.com/groups/9wicket এর সহযোগীতায় Whatsapps agent গ্রুপের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়া পরিচালনা করে। উদ্ধারকৃত বিকাশ একাউন্ট নম্বরের বিকাশ এ্যাপস পর্যালোচনা করে দেখা যায় যে, বিকাশ একাউন্টে বর্তমানে (জব্দকালীন সময়) স্থিতি আছে ১০,৮৩,৫৭৩.৩৮ (দশ লাখ তিরাশি হাজার পাঁচশত তিয়াত্তর) টাকা। গ্রেপ্তারকৃত জুয়ারিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news