IMG-LOGO

শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার ভোটগ্রহণ শুরু২ দিনের রিমান্ডে কেএনএফের ৫২ সদস্যথাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাভোজ্যতেলের নতুন দাম নিয়ে সিদ্ধান্তইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭নন্দীগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনশপথ নিলেন অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেঅভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন‘দেশের মানুষকে ডালভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি’আজ রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট সেবা৮০ কিমি বেগে ঝড়ের আভাসবিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগতানোরে দুই শতাধিক আম গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগনাচোলে জেলা প্রশাসকের বিভিন্ন কর্মসূচি উদ্বোধনগোমস্তাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাঁচ জেলায় ঝরলো ১৪ প্রাণ

পাঁচ জেলায় ঝরলো ১৪ প্রাণ

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের পাঁচ জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। বুধবার টাঙ্গাইল, ফেনী, গাজীপুর, বগুড়া ও সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরগুলো নিচে তুলে ধরা হল-

টাঙ্গাইলে ৬ জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার ভোরে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের নুরপুর গ্রামের গনি মিয়ার ছেলে মাইক্রোবাস চালক হাসান মিয়া (২৮), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পিআরই গ্রামের ইমদাদুল হকের ছেলে গোলাম মওলা শামীম (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার তুলাবাড়ি গ্রামের সালাম মিয়ার ছেলে ইমন মিয়া (২৫)। নিহত গোলাম মওলার স্ত্রী মীম আক্তার (২৫) কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। বুধবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অপরদিকে টাঙ্গাইল সদর উপজেলায় দুটি সিএন‌জিচা‌লিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ঠিকাদারসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। এছাড়াও ঘাটাই‌ল উপ‌জেলার হা‌মিদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের সদর উপজেলার আশেকপুর বাইপাস সংলগ্ন ইন্দুটিয়া এবং ঘাটাইল উপ‌জেলার হা‌মিদপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহত তিনজ‌নের ম‌ধ্যে একজ‌ন আফজাল হোসেন (৩৮)। তিনি হলেন ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে খন্দকার। অপর নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএন‌জিচা‌লিত অটোরিকশা মহাসড়ক থে‌কে টাঙ্গাইল শহরের দিকে আসার সময় আশেকপুর এলাকায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অপর সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ফেনীতে ৪ জন

ফেনীতে পিকআপ ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কুয়েত পল্লী রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো- ছাগলনাইয়া উপজেলার জয়চাঁদপুর গ্রামের গোফরান মিয়ার স্ত্রী বিবি হাজেরা (৫০), টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার আমতইল গ্রামের দরবেশ আলীর ছেলে ছাগলনাইয়া উপজেলার বনবিভাগে কর্মরত বাগান মালি নুরুল ইসলাম (৫০), চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার কাটাগাং গ্রামের এনামুল হক ভূঁইয়ার ছেলে চট্টগ্রাম কলেজের ছাত্র আরিফুল ইসলাম (২২) ও শুভপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে শহীদ উল্লাহ (৬৫)।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পিকআপভ্যানসহ চালক পালিয়ে গেছেন। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে। মামলার প্রস্তুতি চলছে।

গাজীপুরে ২ জন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতাল ভর্তি আছেন।

নিহত দুজনের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর সাওয়ালী এলাকার আলাউদ্দিন বেতু খানের ছেলে শফিকুল ইসলামের (৩০) পরিচয় পাওয়া গেছে। অপর নিহত ও আহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ২৮ বছর।

বগুড়ায় ১ জন

জেলার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় হাফিজা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে ১ জন

সিরাজগঞ্জের কামারখন্দে বুধবার সকালে মাইক্রোবাসের চাপায় বাবুল শেখ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বাবুল শেখ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শাহ জামালের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই শাহিন চৌধুরী জানান, সকালে মোটরসাইকেল আরোহী দুই ভাই কোনাবাড়ী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news