ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসার ছাত্রকে (১১) বলৎকারের শিকার হয়েছে। বিষয়টি অভিযোগ নিয়ে এলাকায় চাল্যকর সৃষ্টি হয়েছে। পরে বৃহস্পতিবার রাতেই আব্দুর রহিম (২৫) নামের ওই মাদ্রাসার শিক্ষককে আটক করে। অভিযুক্ত ব্যাক্তি সদর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের আব্দুর রহিম।
বিষয়টি বড়াইগ্রাম থানা পুলিশের কাছে খবর আসলে অনেক শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে গত রাতে নাটোর সদর খোলাবাড়ি থেকে আটক করে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত মঙ্গলার সন্ধায় উপজেলায় তালশো আল জামিয়া হুসায়িইনা মদিনাতুল উলুম হাফিজিয়া ও ক্যাডেট মাদ্রাসায় শিক্ষক আব্দুর রহিম বাড়ি থেকে ডেকে নিয়ে মাদ্রাসায় নিয়ে যায়। সেখানে দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে বলাৎকার করে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। পরে ছাত্র বাড়ি গিয়ে মা বাবাকে জানালে রহিমকে মাদ্রাসা গিয়ে অনেক খোজাখুজি করে তাকে ধরতে পারেনি। সেদিনই ছাত্রকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি শুনার পর থেকে তাকে রাতেই শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে নাটোর সদর খোলাবাড়ি থেকে আটক করা হয়েছে। মাদ্রাসার ছাত্র বাদী হয়ে মামলা দায়ের করছে। মামলার কার্যক্রম চলছে। তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হবে।