ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : ঐতিহ্যবাহী জংশন স্টেশন বগুড়ার সান্তাহার। এখানে রেলওয়েতে চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য বেশ কিছু সরকারি রেলওয়ে কোয়ার্টার আছে। কিন্তু সেসব রেল কোয়ার্টারের ৮০ শতাংশই (ভাগ) অবৈধভাবে দখলে চলে গেছে। অবৈধ দখল হওয়া সত্বেও আজ পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বছরের পর বছর এসব কোয়ার্টার সরকারের বেদখলেই থেকে গেছে।
জানা যায়, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় সর্বমোট ৮৭৪টি কোয়ার্টার রয়েছে। এর মধ্যে ১৫২টি বৈধ, ৩২ টি পরিত্যক্ত এবং বাকি ৬৯০ টি দখল করে রেখেছেন অবৈধ দখলদাররা। এসব কোয়ার্টারগুলো ১ কক্ষ, ২কক্ষসহ বিভিন্ন ধরনের হয়ে থাকে। আবার পরিত্যক্ত ৩২টি কোয়ার্টার থাকলেও সেগুলোর কোন হদিস নেই। যদিও বা হদিস পাওয়া যায় তাহলে দেখা যায় সেখানে কেউ দখল নিয়ে অবৈধভাবে ঘর তৈরি করে বসবাস করছেন। আর সেখান থেকে ফায়দা লুটছেন সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা-কর্মচারীরা। নিয়ম মোতাবেক সরকারি এসব কোয়ার্টারে রেলওয়ের চাকরিতে কর্মরত অবস্থায় কর্মকর্তা কর্মচারীরা বসবাস করতে পারেন। চাকরি থেকে অবসরে চলে যাওয়ার পর সরকারকে ওই সকল কোয়ার্টার ছেড়ে দিতে হয়।
কিন্তু অনেকে চাকরি থেকে অবসরে যাওয়ার পরেও অবৈধভাবে ভোগ দখল করে আছেন। আবার অনেকে কোয়ার্টার ছেড়ে দিয়ে অন্যত্রে চলে গেলে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে সেটা দখলে নিচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা। পরে ওই কোয়ার্টার বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে। ধরণ অনুযায়ী প্রতিটি বাসা ৬০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রি হয়। যে কারনে রেল বিভাগে চাকরি না করেও এসব রেল কোয়ার্টারে বসবাস করতে পারছেন বিভিন্ন পেশাজীবির লোকেরা। অথচ রেলের কর্মকর্তা কর্মচারীরা যদি এসব বাসায় থাকেন তাহলে রেলকর্তৃপক্ষ সেসব রেল স্টাফদের কাছ থেকে ভাড়া আদায় করতে পারবেন। এবং সরকারও বড় রাজস্ব পাবে। কিন্তু কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে সরকার হারাচ্ছে রাজস্ব।
সরজমিন গিয়ে দেখা যায়, ইয়ার্ড কলোনি, লোকো পূর্ব ও পশ্চিম কলোনি, সাহেবপাড়া, বাবুপাড়া, স্টেশন কলোনি, হাসপাতাল কলোনি, চা-বাগান কলোনী এসব এলাকায় রেলওয়ের কোয়ার্টার অবৈধভাবে দখল করে রেখেছেন সরকারি অবসর প্রাপ্ত চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, চিকিৎসক, ব্যবসায়ী। দখলদাররা কর্তৃপক্ষকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বছরের পর বছর বসবাস করে আসছেন। আবার অনেকে কোয়ার্টারের জায়গায় জ্বালানি কাঠ, খড়ের পালা দিয়ে দখল করে রেখেছেন। কেউ আবার আরাম আয়েশের জন্য কোয়ার্টারে লাগিয়েছেন এয়ারকন্ডিশন (এসি)। অবৈধ দখলে থেকেও যেন রাজকীয় বসবাস। মনে হয় যেন পৈতৃক সম্পদ। দেখার যেন কেউ নাই। তবে রেল কর্তৃপক্ষ চাইলে এই সব কোয়ার্টার উদ্ধারসহ অবৈধ দখলদারদের স্থায়ী ভাবে উচ্ছেদ করতে পারেন।
কিন্তু স্থানীয় রেলওয়ের সংশ্লিষ্টরা দেখেও দিনের পর দিন নিরব ভূমিকা পালন করে আসছেন। যখন সরিষার মধ্যেই ভূত তাহলে উদ্ধার করবে কিভাবে? এমনটায় বলছেন সচেতন মহল। ফলে অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীদের কারণে বছরের পর বছর এসব রেল কোয়ার্টার বেদখলেই থেকে যাচ্ছে। তাই সচেতন মহল রেলওয়ের অবৈধ দখলে থাকা এসব কোয়ার্টার স্থায়ীভাবে উচ্ছেদের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ভাড়া বাসায় কতদিন থাকবো। এখানে সুযোগ বুঝে টাকা দিয়ে একটা রেলওয়ের কোয়ার্টার দখল পেয়েছি। দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। অনেকেই এভাবে বসবাস করছেন।
রেলওয়ের কোয়ার্টার অবৈধ দখলের বিষয়ে করণীয় কি জানতে চাইলে সান্তাহার রেলওেয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন বলেন, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। দখলদারদের অনেক বার নোটিশ করা হয়েছে কেউ দখল ছাড়েনা। আমরা উর্ধ্বতন কর্মকর্তাকে বলেছি তারা বিষয়টি দেখবেন।