ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ‘‘আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার কল্পনা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান কিশোর, সদর ইউপির চেয়ারম্যান আব্দুস সালাম, বিআরডিবি কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমূখ।
বক্তারা বলেন, আগে কন্যাশিশু জন্ম দেওয়ার জন্য নারীদের অনেক নির্যাতন করা হয়েছে। কিন্তু এখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। কন্যা শিশুরা শিক্ষিত হয়ে পুরুষদের সাথে সমান তালে কাজ করে ও মাথা উচু করে দাঁড়ায়। আগামীতে সোনার বাংলাদেশ গড়তে কন্যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।