ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ফসল উৎপাদনে বিভিন্ন প্রযুক্তি, বর্তমান করণীয় ও সমস্যা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার সন্ধার আগে উপজেলার সরাইগাছি উচ্চ বিদ্যালয় মাঠ ও নিতপুর কপালীর মোড়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে কৃষি বিভাগের কর্মকর্তাগণ ও শতাধকি কৃষক অংশ গ্রহণ করেন।
এর আগে কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুল ইসলাম ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হাই নিতপুর এবং গাঙ্গুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে রোপা আমন ধানে বাদামী গাছ ফড়িং(কারেন্ট পোকা), মাঝরা পোকা, বøাস্ট, খোলপোড়া রোগ দমনে করণীয় বিষয়ে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন।