ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা এ্যাসোসিয়েশন ফর রুরাল কো-অপারেশন (আরকো) এর প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা হলরুমে এ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।
সুইজারল্যান্ড দুতাবাস ও হেক্স-ইপারের সহযোগিতায় ‘ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও অতিদরিদ্র প্রান্তিক মানুষকে সহায়তা ও পূনর্বাসন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো)। প্রকল্প বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার জাহিদ আলী।
এ উপলক্ষে সংস্থার প্রকল্প সমন্বয়ক মাইনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, নওফেল আলী মন্ডল ও আব্দুল আলিম, সংস্থার প্রজেক্ট অফিসার জাহিদ আলী ও অনিকা বুশরা, উপজেলা প্রকল্প অফিসার অরিক চক্রবর্তী প্রমূখ।