IMG-LOGO

শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৭৬ বছরের তীব্র তাপপ্রবাহের রেকর্ড ভাঙলজাতীয় পার্টির কোনো রাজনীতি নেই‘ইসরাইল পাল্টা হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে’যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলবিরোধী বিক্ষোভদিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাবনায় অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেফতার ৩চাঁপাইনবাবগঞ্জে ‘হিট স্ট্রোকে’ ট্রাফিক পরিদর্শকের মৃত্যুমান্দায় ১৫ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনখাবার খেতে খেতে পানি পান করলে কী হয়রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে বিট পুলিশিং মতবিনিময়পোরশার নোচনাহারে ৩টি দোকান ভূষ্মিভূতজিম্বাবুয়ে সিরিজে শুরুতে কেন খেলবেন না সাকিবযুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ধরপাকড়আবারও ঢাকার সিনেমায় অভিনেত্রী পাওলিসাপাহারে রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে চায়ের দোকানে নির্বাচনের আমেজ

বদলগাছীতে চায়ের দোকানে নির্বাচনের আমেজ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে চায়ের দোকানে বইছে এখন নির্বাচনী হাওয়া। চায়ের কাপেই যেন ভোটের আমেজ নিচ্ছে এলাকার সাধারণ ভোটারেরা। শুরু হয়েছে নির্বাচনী আমেজ।

আসন্ন ইউপি নির্বাচনে তৃতীয় ধাপে বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতিমধ্যেই মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান ও যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামী ১২ই নভেম্বর হবে প্রার্থীদের প্রতিক বরাদ্দ ও ভোট গ্রহণ হবে ২৮শে নভেম্বর।

প্রার্থীদের প্রতিক চুড়ান্ত হওয়ার আগেই এই উপজেলার সর্বত্র যেন নির্বাচনী উৎসব এর হাওয়া বইতে শুরু করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাট,বাজার ও গ্রাম-গঞ্জের চায়ের দোকানে মানুষে আনাগোনা বেড়েছে কয়েকগুণ। মানুষের আনাগোনা বাড়ার সাথে সাথে চলছে নির্বাচনী খোশ গল্প। এর ফাঁকে প্রার্থী ও প্রার্থীর সর্মথকেরা আওয়াজ দেয় ও মামা এদিকে ৫ কাপ চা দেন। আরেকদিক থেকে আরেকজন বলে এদিকে ১০ কাপ চা দাও। অন্য পাশ থেকে আরেক ব্যক্তি বলছেন বড়-দা জলদি ২০ কাপ চা দেন। চা দিতে দেরি হলে বলছে মামু দাওনা ঝটপট সবাইকে রং চা।

হাট বাজার, রাস্তার মোড়ে,পাড়া মহল্লার বিভিন্ন চায়ের দোকানে এভাবেই চলছে সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত চা বিক্রির ধুম। এ চা দেয়ার ফাঁকে আর চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে ভোট নিয়ে আলোচনা-সমালোচনা। জমে উঠছে ভোটের আড্ডা। প্রতিক নির্ধারণ হওয়ার পরেই শুরু হবে জড়ালো ভাবে নির্বাচনী প্রচার প্রচারনা । নির্বাচনকে ঘিরে চায়ের কাপের টিং টং শব্দের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী এলাকার চা ব্যবসায়ীরা।

শুধু চায়ের দোকান নয়, হোটেল রেস্টুরেন্ট, গণপরিবহন সব জায়গায় চলছে ভোটের হিসাব-নিকাশ। কে হবেন আগামী দিনের নির্বাচিত ইউপি চেয়ারম্যান কিংবা সদস্য। সর্বত্র আলোচনা শুধু ইউপি নির্বাচন নিয়ে। উপজেলার অলি-গলির চায়ের দোকানেও নির্বাচনী ঝড় বইছে। এছাড়া বিভিন্ন নির্বাচনী ক্যাম্পের আশেপাশে গড়ে উঠেছে মৌসুমি চায়ের দোকান। সেখানেও চলছে প্রার্থীদের চুলছেরা বিশ্লেষণ।

অনেকটা উৎসবমুখর পরিবেশে চলছে প্রার্থীদের মাইকিং, শোডাউন,কর্মী সভা,নির্বাচনী সেন্টারে কমিটি গঠন, ভোটারদের কাছে নিজেকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা। চাকরীজীবি, ব্যবসায়ী, রিক্সা চালক, দিন মজুরসহ নানা শ্রেণির পেশার মানুষ চায়ের দোকানে বসলে তাদের মধ্যে বেশিরভাগই নির্বাচনী আলোচনায় অংশ নিচ্ছেন।

নৌকার দলীয় প্রার্থীরা সহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা এক চায়ের দোকান থেকে অন্য চায়ের দোকানে দৌড়ঝাঁপ শুরু করেছেন ভোটারদের সাথে করছে শুভেচ্ছা বিনিময়।

থেমে নেই মেম্বার প্রার্থী কিংবা মহিলা মেম্বার প্রার্থীরাও।

দ্বীপগঞ্জ বাজারের চায়ের দোকানী ফিরোজ হোসেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চা বিক্রি বেড়ে গেছে। কারণ সবাই এসে দোকানে বসে নির্বাচন নিয়ে আলোচনা আর একের পর এক চা সিগারেট খাচ্ছেন।

ভান্ডারপুর বাজারে চা দোকানী উজ্জ্বল, দিলিপ ও জুয়েল জানান, আগে প্রতিদিন চা বিক্রি করতাম ৩০০ থেকে ৪শত কাপ আর এখন করছি প্রায় ৮শত থেকে ১ হাজার কাপ।

কোলা বাজারে চায়ের দোকানদার এলাহি বলেন নির্বাচনের কারণে আগের চেয়ে চা বিক্রি বেশি হচ্ছে আর চায়ের সাথে বিস্কুট, পিয়াজী ও লাড্ডুর ব্যাপক বেড়েছে চাহিদা।

প্রতিক বের হলে পোস্টার যখন চারিদিক ছেয়ে যাবে তখন হয়তো আরও দ্বিগুণ হারে চা বিক্রি হবে এমনটা আশা করছেন চা দোকানীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news