ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিয়ে করে বাসর ঘরে যেতে পারল না এক ভুয়া পুলিশ। বাসর ঘরের পরিবর্তে গেল জেল হাজতে। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সান্তাহার শহরতলীর দমদমা গ্রামে।
জানা গেছে, আক্কেলপুর উপজেলার চকইসলামপুর (ছুটিপোকরা) গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে সাজু মিয়া (২৮) পুলিশ পরিচয়ে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের আসাদুল ইসলামের মেয়ে রাজিয়া সুলতানা (১৮) কে বিয়ে করতে আসে শুক্রবার রাতে। এক সময় কনে পক্ষের লোকজন পুলিশ পরিচয়ধারী বর সাজু মিয়ার নিকট তার চাকুরিস্থল জানতে চায়। সে নওগাঁ পুলিশ লাইনে চাকরি করে বলে জানায়।
এরপরও কনে পক্ষের লোকজনের সন্দেহ হয়। তারা গোপনে নওগাঁ পুলিশ লাইনে খোঁজ নিয়ে নিশ্চিত হয় যে, সাজু নামের কেউ সেখানে পুলিশে চাকরি করে না। পরবর্তীতে মেয়ে পক্ষের লোকজন আদমদীঘি থানায় খবর দেয়। থানা পুলিশ ভুয়া পুলিশ সাজু মিয়া ও তার সহযোগী (ঘটক) উপজেলার ছোটআখিড়া গ্রামের মৃত জফিনের ছেলে আজম (৩৫) কে আটক করে।
এ ঘটনায় রবিবার কনের মা লাভলী আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় ভুয়া পুলিশ বর এবং ঘটককে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই দুইজনকে গ্রেফতার দেখিয়ে বগুড়ার জেল-হাজতে পাঠিয়েছেন।