ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : উত্তরের জেলাগুলোর পাশাপাশি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জেও শীত জেঁকে বসেছে।
মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃস্টি আর শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো ফুটপাতে শীতের কাপড় ক্রয়ের জন্য ভিড় জমাচ্ছে।
বুধবার সারাদিন সূর্যের আলো দেখা না গেলেও সকাল ১০ টার পর মাঝে মধ্যেই সূর্যের আলো দেখা যাচ্ছে।
বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে আবহাওয়ার বুলেটিনে জানা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি ও মেঘ কেটে যাওয়ার পর পরই বাড়বে শীতের দাপট। ফলে নিম্নবিত্ত লোকজন অর্থাভাবে শীতের কাপড় কিনতে না পেরে অতি কষ্টে দিনযাপন করছে।
বিশেস করে খেটে খাওয়া সাধারণ মানুষ। খেটে খাওয়া সাধারন মানুষ ও দিনমজুরেরা উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকানগুলোতে গরম কাপড় কিনতে ভির করছেন। আবার অনেকেই পারায় পারায় আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।