ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বেনীদুয়ার ধর্মী পল্লীতে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় খ্রিষ্ট্রীয়দের প্রভু যীশুর জন্মদিন উদযাপনে খিষ্ট্রীয় নববর্ষের শেষ দিনে ও নতুন বছরকে স্বাগত জানাতে এই আয়োজন করে রাজশাহী ধর্ম প্রদেশের নিয়ন্ত্রনাধীন বেনীদুয়ার ধর্ম পল্লী।
অনুষ্ঠানে পালপুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী’র সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, ফাদার বাপ্পী ক্রুজ, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আদিবাসী নেতা এস.সি আলবার্ট সরেন, অনুষ্ঠানের সঞ্চালক ঢাকা নটরডেম কলেজের প্রভাষক দুলাল টুডু, বেনীদুয়ার ধর্ম পল্লীর সাধারণ সম্পাদক জোনাস হেমরম, উপজেলা পারগানা বাইসি’র পারগানা সেবাস্তিয়ান হেমরম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, নরেন হাসদা, রবিন কিস্কু, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি প্রদীপ কুমার আগারওয়াল, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক ও প্রার্থনা পরিচালক পাস্কায়েল হেমরম প্রমুখসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।