ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : মুই একেবারে গরীব মানুষ মোক দেখার কেউ নাই, পুষ মাসের হিয়ালে (ঠান্ডা) মুই একে বারে কাবু হইছু। কম্বল পেয়ে মুই বেজায় খুশি, যে মানুষটা মোক কম্বল দিল আল্লাহ যেন তাক খুব সুখে রাখে।
প্রচন্ড শীতে ঠোঁট কাঁপাতে কাঁপাতে কথাগুলি বলছিলেন ষাঁটোর্দ্ধ সাপাহার উপজেলার বাসুল ডাঙ্গাগ্রামের বাতাল। শনিবার সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা গ্রুপের “কালের কন্ঠ”ও সুভ সংঘের উদ্যোগে নওগাঁর সাপাহার উপজেলার ৩শ’ অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়।
এসময় সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যান সাদেকুুল ইসলাম, অব:শিক্ষক আব্দুল খালেক মাষ্টার, শুভ সংঘের সাপাহার শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার, শুভ সংঘের ঢাকার জাকারিয়া জামান প্রমুখ বক্তব্য প্রদান করেন।